শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়! লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ মোঃ ইকবাল হোসেন মামুন শ্রমিক নেতা হত্যা মামলায় পাঁচ বিএনপির নেতা কারাগারে! লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল হোসেন কবিরের উন্নয়ন ভাবনা! উপজেলা নির্বাচনে কালীগঞ্জ ও আদিতমারীতে চেয়ারম্যান পদে ৫জনসহ ২০প্রার্থীর মনোনয়নপত্র বৈধ! ভূট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলনের সম্ভাবনা এমপি পুত্রের হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মনোনয়ন পত্র বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলফনামায় তথ্য গোপন করায় রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ : লালমনিরহাটে ৬জনের বিরুদ্ধে মামলা

সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ : লালমনিরহাটে ৬জনের বিরুদ্ধে মামলা

মোঃ মাসুদ রানা রাশেদ ও হেলাল হোসেন কবির: লালমনিরহাটের ড্রাইভারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। গত মঙ্গলবার ২৩ জুন রাতে লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন এসআই মিজানুর রহমান মিজান। মামলায় ৬জনকে আসামি করা হয়েছে।

 

এজাহারে উল্লেখিত আসামিরা হলেন- আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া, তার স্ত্রী নিলুফা ইয়াসমিন, রাজ্জাকের ভাই হামিদুর রহমান দুলু, সিভিল সার্জন অফিসের স্টোরকিপার মোয়াজ্জেম হোসেন ওরফে মুরাদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টোরকিপার জাকারিয়া ও আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টোরকিপার মাহাবুবুর রহমান। এর মধ্যে স্বামী-স্ত্রীকে গতকাল ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে গত মঙ্গলবার ২৩ জুন বিকালে লালমনিরহাট জেলা শহরের ড্রাইভারপাড়া এলাকার ওই দম্পতির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল, আদিতমারী ও কালীগঞ্জ হাসপাতালের স্টোরকিপারসহ ৬জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

 

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বলেন, ৩জন স্টোরকিপারের নামে পুলিশের মামলার বিষয়ে জানতে পেরেছি। সরকারি ওষুধ ও ডিজিটাল বডি ইলেকট্রনিক স্কেল মেশিনগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। অধিকতর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone