লালমনিরহাটে “জয় লাভ নয়, অংশগ্রহণই ক্রীড়ার মুখ্য উদ্দেশ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬খ্রি. অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) লালমনিরহাট জেলা শহরের থানা রোডস্থ লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দ্বায়িত্ব) রুখসানা পারভীন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রকিবুল হাসান। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস প্রমুখ। এ সময় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।