শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটের ৩টি আসনে ৮,০০৫জন পোস্টাল ব্যালট ভোটারসহ ভোটার সংখ্যা ১১,৩৬,৪৮৯জন ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং আসামীসহ মোটর সাইকেল জব্দ বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলার অভিযোগ জামায়াত আমিরের বিরুদ্ধে-পীর সাহেব চরমোনাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় বিজিবি কর্তৃক ইউএসএ তৈরী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার ‎তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ খ্রি. অনুষ্ঠিত বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মরহুমা হাবিবা খাতুন এঁর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরহুমা হাবিবা খাতুন এঁর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মিঞা সাহেবের সহধর্মিণী মরহুমা হাবিবা খাতুনের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীস্থ হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ তৌহিদ হাসান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় মরহুমার অপর পুত্র বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী আসহাবুল হাবিব লাভলুসহ পরিবারের অন্যান্য সদস্য এবং লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মরহুমা হাবিবা খাতুনের মানবিক গুণাবলি, সমাজসেবায় তাঁর অবদান এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

পরে মরহুমা হাবিবা খাতুনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, মরহুমা হাবিবা খাতুন ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল কাশেম মিঞার সহধর্মিণী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র মাতা। তিনি মানবিকতা ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ একজন নারী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।

জীবদ্দশায় তিনি নীরবে গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষা বিস্তার, নারী শিক্ষার উন্নয়ন, অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং দুঃস্থ পরিবারের কল্যাণে তাঁর অবদান আজও মানুষের স্মৃতিতে অম্লান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone