লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মিঞা সাহেবের সহধর্মিণী মরহুমা হাবিবা খাতুনের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীস্থ হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ তৌহিদ হাসান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় মরহুমার অপর পুত্র বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী আসহাবুল হাবিব লাভলুসহ পরিবারের অন্যান্য সদস্য এবং লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুমা হাবিবা খাতুনের মানবিক গুণাবলি, সমাজসেবায় তাঁর অবদান এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
পরে মরহুমা হাবিবা খাতুনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, মরহুমা হাবিবা খাতুন ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল কাশেম মিঞার সহধর্মিণী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র মাতা। তিনি মানবিকতা ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ একজন নারী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
জীবদ্দশায় তিনি নীরবে গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষা বিস্তার, নারী শিক্ষার উন্নয়ন, অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং দুঃস্থ পরিবারের কল্যাণে তাঁর অবদান আজও মানুষের স্মৃতিতে অম্লান।