লালমনিরহাটে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে কালেক্টরেট কলেজিয়েট স্কুলের আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর. সারোয়ার। এ সময় কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশীদুল আলম প্রামানিকসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, পিঠা উৎসবে কয়েকটি স্টর স্থান পায়।