শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ; কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত আজ লালমনিরহাট মুক্ত দিবস শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব ও শ্রীমন্দির উদ্বোধন অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সামসুল হক-এঁর ইন্তেকাল শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ ফেরত অসহায়, অতি-দরিদ্র, রোগাক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত
লালমনিরহাট সদর-৩ আসনে জামায়াতের প্রার্থী এ্যাডঃ আবু তাহের

লালমনিরহাট সদর-৩ আসনে জামায়াতের প্রার্থী এ্যাডঃ আবু তাহের

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর এ্যাডঃ আবু তাহের-এঁর নাম।

এ বিষয়টি লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও লালমনিরহাট সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হাফেজ মোঃ শাহ আলম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দলীয় উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, লালমনিরহাট-৩ আসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে অনু্ষ্ঠিত সমাবেশে প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে জেলা আমির এ্যাডঃ আবু তাহেরকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।

এদিকে প্রার্থী ঘোষণার খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গণে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস।

এর আগে লালমনিরহাট-৩ আসনে প্রাথমিকভাবে রংপুর মহানগর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ হারুন অর রশীদকে মনোনয়ন দিয়েছিল জামায়াত। তিনি কয়েক মাস ধরে এলাকায় গণসংযোগ করছিলেন। হারুন অর রশীদের ছবি দিয়ে দোয়া চেয়ে আসনের বিভিন্ন স্থানে প্যানাপ্লেক্স, ডিজিটাল বিলবোর্ড ও ব্যানার লাগানো হয়েছিল। নতুন প্রার্থী হিসেবে আবু তাহেরের নাম ঘোষণার পর হঠাৎ সেসব বিলবোর্ড ও ব্যানারগুলো এখন দেখা যাচ্ছে না।

উল্লেখ্য যে, লালমনিরহাট-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ ছাড়া গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক কুমার রায়, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইসমাঈল হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব মুকছেদুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র ফিরোজ কবিরসহ আরও কয়েকজন মাঠে আছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone