লালমনিরহাটে সুপেয় পানির ব্যবস্থা ও ৪০টি মসজিদ ও মাদ্রাসায় অজুখানা নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাস্থ সরকারি আলিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা ছওয়াবের উদ্যোগে ৪০টি নলকুপ ও অজুখানা নির্মাণের সমস্ত সামগ্রী মাদ্রাসা ও মসজিদ কমিটির নিকট বিতরণ অনুষ্ঠিত হয়।
ছওয়াবের এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মাহমুদ ভূঁইয়া-এঁর সভাপতিত্বে ছওয়াবের প্রজেক্ট অফিসার মোঃ শাহাজুল ইসলাম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম ও হাতীবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আনোয়ারুল ইসলাম রাজু। এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান সাতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম, ছওয়াবের প্রজেক্ট অফিসার মোঃ আফতাবুজ্জামান। এ সময় মাদ্রাসা ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনোয়ারুল ইসলাম রাজু বলেন, ‘ছওয়াব’ এর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইবাদত করার সুবর্ণ সুযোগ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, লালমনিরহাট জেলা নিম্নআয়ের মানুষের বসবাস এখানে নলকূপ ও মানবিক সহায়তাগুলো আরও বেশি করে করার জন্য ছওয়াবের প্রতি অনুরোধ করে তিনি বলেন, লালমনিরহাট বন্যা কবলিত এলাকা মানুষের দিকে নজর রাখতে। তিনি এ জেলার খেটে খাওয়া মুসল্লিদের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানান ও ছওয়াব ফাউন্ডেশন এর কাজ আরও সম্প্রসারণ করার জন্য অনুরোধ করেন।