লালমনিরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও বিভেদ রোধে কড়া নির্দেশনা দিয়েছে লালমনিরহাট জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়।
চিঠি প্রাপ্তরা হলেন- লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রোকন উদ্দিন বাবুল ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম।
লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনি যে ধরনের সভা সমাবেশ এর আয়োজন করছেন, তার ফলে তৃণমূল রাজনীতিতে নেতাকর্মীদের মাঝে চরমভাবে বিরোধ ও বিভেদের সৃষ্টি হচ্ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনয়ন সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিগত জনসংযোগ ব্যতিত বিরোধ ও বিভেদের সৃষ্টি হয় এমন ধরনের সভা সমাবেশ না করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ জানাচ্ছি।
লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলায় দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতাদের আলাদা আলাদা সভা ও মিছিলের কারণে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতেই কেন্দ্রীয় নীতিমালা মেনে জেলা কমিটির পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, ইতোমধ্যে পৃথক পৃথক দুটি চিঠি প্রেরণের মাধ্যমে এই সিদ্ধান্ত তাদের জানানো হয়েছে।