লালমনিরহাটে “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেতে হবে, গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হয় দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাটের রেলওয়ে মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজহারুল ইসলাম-এঁর সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ মোকছেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ রমজান আলী প্রমুখ। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।