লালমনিরহাটে “দুনিয়ার মজদুর-এক হও”, “মা-মাটি-মোহনা, বিদেশিদের দেবো না” স্লোগান নিয়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দাঁড়ান জনমত উপেক্ষা করে লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দেওয়ার চক্রান্তের প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ-এঁর সভাপতিত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সহ-সম্পাদক নিরঞ্জন রায়-এঁর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম অপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মধুসূদন রায় মধু, বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিহাট জেলা কমিটির আহ্বায়ক গোপাল চন্দ্র রায়, বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নবীন্দ্র নাথ রায় প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।