শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে কর্মবিরতি অনুষ্ঠিত ১৬কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার অসহায় বিধবার জমি দখলের পায়তারা ভূমিদস্যুর গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিক্ষকদের উপর ন্যাক্কার জনক পুলিশি হামলার প্রতিবাদে- অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত ডিলারগণ কৃত্রিম সার সংকট সৃষ্টি করে দীর্ঘদিন যাবত উচ্চমূল্যে সার বিক্রয় করে এরই প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুভ উদ্বোধনী অনুষ্ঠিত ১০দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত ৭৩২বোতল এস্কাফ এবং ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
প্রেমের টানে বাংলাদেশে আসা সেই তরুণী পতাকা বৈঠকে ভারতে ফিরলেন খালি হাতে

প্রেমের টানে বাংলাদেশে আসা সেই তরুণী পতাকা বৈঠকে ভারতে ফিরলেন খালি হাতে

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় কাঁটাতারের বেড়া পেড়িয়ে প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে এসে প্রতারিত হয়ে ৭দিন পর প্রশাসনের সহায়তায় নিজ দেশে ফিরলেন।

 

ভারতীয় ওই তরুণীর নাম রিয়া মনি (রিংকি) সে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে। সে ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স ২ বর্ষের ছাত্রী।

 

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তরুণীকে ভারত পাঠানো হয়েছে।

 

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেড় বছর ধরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পৌর শহরের থানাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে রবি (২৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রেমিক রবির পরামর্শে গত ৬ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের ময়নাগুড়ি কলেজ থেকে ভারত বাংলাদেশের চোরাকারবারিদের সহায়তায় লালমনিরহাটের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। প্রবেশ করার পরেই প্রেমিক রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে লাপাত্তা হন। এ অবস্থায় ভারতীয় ওই তরুণী কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। পরে বাংলাদেশে থাকা ওই ভারতীয় তরুণীর আত্মীয়-স্বজনের বাড়িতে ওঠেন।

 

প্রেমিকা রিয়া মনি (রিংকি) বলেন, রবির সাথে ফেইসবুকে পরিচয়। এরপর মন দেওয়া নেওয়া। দেড় বছর প্রেমের পর প্রেমিক রবি আমাকে বাংলাদেশে আসতে বলে। এরপর রবি আমাকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে আসার পর সে আমাকে বিয়ে করবে না বলে অপারগতা প্রকাশ করেন। আমি নিরুপায় হয়ে পড়ি। বাংলাদেশে থাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেই।

 

তিনি আরও বলেন, আমাকে প্রেমের ফাঁদে ফেলে অন্য দেশে পাচার করার উদ্দেশ্যেই আমাকে বাংলাদেশের নিয়ে এসেছে আমি প্রশাসনের কাছে বিচার চাই।

 

এ বিষয়ে পাটগ্রাম থানার উপ-পরিদর্শক শাহাজাহান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই তরুণীকে ফেরত পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone