শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ৮নং গোকুন্ডা ইউনিয়নের তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১০টাকায় মিড ডে মিল কার্যক্রম চালু করা হয়েছে।
বিদ্যালয়টিতে যারা লেখাপড়া করছে তাদের মধ্যে ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীতে অধ্যায়নরত্ব ছাত্রদের মাঝে এ কার্যক্রম চলমান রয়েছে। আর এসব ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত করতে বিদ্যালয়ের উদ্যোগে চালু করা হয়েছে মিড ডে মিল কার্যক্রম।
লালমনিরহাট সদর উপজেলার ৮নং গোকুন্ডা ইউনিয়নে তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। ১৯৪৬ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি স্থাপিত করা হয়। এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মোঃ একরামুল হক সরকার। তিনি যোগদানের পর পাল্টাতে থাকে বিদ্যালয়ের দৃশ্যপট। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তিনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহায়তায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন। এভাবেই শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে।
এদিকে প্রতিষ্ঠানটির ঝড়ে পড়া শিক্ষার্থীদের ধরে রাখতে ২০২৪ সালের ২৩ মে সকাল ১১টায় বিদ্যালয়ের উদ্যোগে চালু করা হয়েছে মিড ডে মিল কার্যক্রম। শিক্ষার্থীদের ১০টাকায় প্রতিদিন বিতরণ করা হচ্ছে খিচুড়িসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। এ কার্যক্রমকে অব্যাহত রাখতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে শুরু করেছেন। এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার।
লালমনিরহাট সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুরাদ হোসেন বলেন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের সহায়তায় মিড ডে মিল কার্যক্রম চালু করা হয়েছে। এ কার্যক্রম চালু হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা বেড়ে যাচ্ছে।
লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান বলেন, মিড ডে মিল কার্যক্রম চালুর পর ব্যাপক সাড়া পাওয়া গেছে। এ কার্যক্রমটি এখন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ে মডেল। এ কার্যক্রম ধরে রাখতে সবার এগিয়ে আসা উচিৎ।
দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ৮নং গোকুন্ডা ইউনিয়নের তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মিড-ডে-মিল কার্যক্রম চালু রয়েছে।
লালমনিরহাটের তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০টাকায় মিড ডে মিল কার্যক্রমে মিড ডে মিল এর সাপ্তাহিক খাদ্য তালিকা- রবিবার খিচুড়ি। সোমবার ভাত, ডাল ও ভর্তা। মঙ্গলবার খিচুড়ি ও ডিম। বুধবার ভাত ও সবজি। বৃহস্পতিবার খিচুড়ি। বিঃ দ্রঃ প্রয়োজনে খাদ্য তালিকা পরিবর্তনীয়। প্রতিমাসের শেষ সপ্তাহে একদিন বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে।
মিড ডে মিল পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, সদস্য সহকারী শিক্ষক মোঃ শাহজাহান আলী, মোঃ রফিকুল হাসান আমিন, মোঃ হাফিজুর রহমান, স্বপন কুমার রায়, সিনিয়র সহকারী শিক্ষক রাসনা রাণী, কোষাধ্যক্ষ কম্পিউটার ল্যাব অপারেটর গৌরাঙ্গ রায় সরকার।
মিড ডে মিল কার্যক্রমের স্বেচ্ছাসেবকদের তালিকায় রযেছে- রবিবার ১০ম মিহাদ, আঃ রউফ, আরিফুল ও আওলাদ। সোমবার ৯ম প্রিতম, হিমেল, মেরাজুল ও সিরাজুল। মঙ্গলবার ৮ম সাজিদ, সিয়াম, সিমান্ত ও ওসমান গণি। বুধবার ৭ম ফুয়াদ, সোহানুর, বিষ্ণু ও নিলয়। বৃহস্পতিবার ৬ষ্ঠ আরমান, দীপক, অভি ও উৎসব।
এদিকে ২০২৪ সালের বৃহস্পতিবার ২৩ মে সকাল ১১টায় তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে লালমনিরহাটের তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০ (দশ) টাকায় মিড ডে মিল কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মিড ডে মিল কার্যক্রমে এর উদ্বোধনী অনুষ্ঠানে তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, লালমনিরহাট সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুরাদ হোসেন, কালীগঞ্জ করিম উদ্দিন পারসিপ ওইলট হাই স্কুলের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহম্মেদ, বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি খায়রুজ্জামান মন্ডল বাদল। এ সময় তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এ মিড ডে মিল কার্যক্রমকে অব্যাহত রাখতে সহযোগিতার হাত প্রসারিত করতে পারে সমাজের ধনাঢ্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন এবং এনজিওগুলো।