দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন এর নতুন আউটলেটের যাত্রা শুরু হলো লালমনিরহাটের গোশালা বাজার রোডের পাটোয়ারী মার্কেটে।
শুক্রবার (৩০ মে) বিকাল ৫টায় নতুন এ আউটলেটের ফিতাকেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী, স্বপ্ন বাজার পাটোয়ারী মার্কেটের ডিলার মোঃ মোবাশ্বের হোসেন খন্দকার, আবু হেনা মোঃ মোস্তফা কামাল, স্বপ্ন বাজারের ম্যানেজার মোঃ রোকুন্নাজামান, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আলহাজ্ব শাহজাহান আলী। আমন্ত্রিত অতিথি ছিলেন হাজী এন্টারপ্রাইজের আলহাজ্ব জাহিদুল ইসলাম। এ সময় লালমনিরহাটের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নিরাপদ পরিবেশে বাজার করার জন্য লালমনিরহাটের মানুষ স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে, এ আউটেলেটে। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন।