শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়! লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ মোঃ ইকবাল হোসেন মামুন শ্রমিক নেতা হত্যা মামলায় পাঁচ বিএনপির নেতা কারাগারে! লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল হোসেন কবিরের উন্নয়ন ভাবনা! উপজেলা নির্বাচনে কালীগঞ্জ ও আদিতমারীতে চেয়ারম্যান পদে ৫জনসহ ২০প্রার্থীর মনোনয়নপত্র বৈধ! ভূট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলনের সম্ভাবনা এমপি পুত্রের হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মনোনয়ন পত্র বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলফনামায় তথ্য গোপন করায় রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৬টি মনোনয়নপত্র জমা!

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৬টি মনোনয়নপত্র জমা!

আগামী বুধবার (৩ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ৬টি মনোনয়ন লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কার্যালয়ে জমা পড়েছে।

 

এদের মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধার ২জন, কালীগঞ্জের ১জন ও লালমনিরহাট সদরের ৩জন।

 

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন- ফরিদুল ইসলাম, মোঃ আশরাফ হোসেন বাদল, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, মোঃ মমতাজ আলী, সফুরা বেগম ও মোঃ আবু বক্কর সিদ্দিক।

 

এদিকে মঙ্গলবার (১৯ মার্চ) লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার স্বাক্ষরিত পত্র সূত্রে জানা গেছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এর শূন্য পদে উপনির্বাচন-২০২৪ উপলক্ষ্যে মাননীয় আপিল বিভাগের সিপিএলএ নং ৬৯৫/২০২৪ এর ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের আদেশ মোতাবেক উক্ত সিপিএলএ এর পিটিশনার জনাব মোঃ আবু বক্কর সিদ্দিককে ০৩ এপ্রিল ২০২৪ তারিখ অনুষ্ঠেয় লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের অনুমতি প্রদানে আইনগত কোন বাধা নেই মর্মে মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। সে প্রেক্ষিতে জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক অদ্য ১৯-০৩-২০২৪ খ্রি. মনোনয়নপত্র দাখিল করেন। উক্ত মনোনয়নপত্র দাখিলের প্রেক্ষিতে মনোনয়ন দাখিলকারীর সংশোধিত তালিকা (ফরম-গ) মহোদয়ের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদসহ প্রেরণ করা হলো।

 

অপরদিকে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের কাছে পদত্যাগ পত্র জমা দেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউপি চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার জানান, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে এ উপ নির্বাচনের তফসিল মোতাবেক ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে।

 

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বচনে মোট ভোটার সংখ্যা ৬শত ২৪টি। এ নির্বাচন আগামী ৩ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ৯টা হইতে দুপুর ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone