শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়! লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ মোঃ ইকবাল হোসেন মামুন শ্রমিক নেতা হত্যা মামলায় পাঁচ বিএনপির নেতা কারাগারে! লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল হোসেন কবিরের উন্নয়ন ভাবনা! উপজেলা নির্বাচনে কালীগঞ্জ ও আদিতমারীতে চেয়ারম্যান পদে ৫জনসহ ২০প্রার্থীর মনোনয়নপত্র বৈধ! ভূট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলনের সম্ভাবনা এমপি পুত্রের হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মনোনয়ন পত্র বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলফনামায় তথ্য গোপন করায় রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সেই জাহানারা’র পরিবার মুজিববর্ষের ঘর চেয়ে আবেদন!

সেই জাহানারা’র পরিবার মুজিববর্ষের ঘর চেয়ে আবেদন!

Exif_JPEG_420

স্বামী মারা যাওয়ার পর থেকে সন্তানাদি নিয়ে খুবই অসহায় ও মানবেতর ভাবে বসবাস করে জাহানারা ও তার পরিবার। স্থায়ী বসত ভিটা চেয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন তিনি।

 

জানা যায়, লালমনিরহাট জেলা শহরের শহীদ শাহজাহান কলোনীর এক সময়ের পত্রিকা বিক্রেতা (হকার) আমিনুল কয়েক বছর আগে ট্রেনে কাটা পরে মারা যান। তার পর থেকে তার স্ত্রী জাহানারা (৩৭) তিন সন্তান নিয়ে খুব কষ্টে বেঁচে আছেন।

 

মঙ্গলবার (২১ মার্চ) লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদনে জাহানারা বলেন, আমি স্বামী ও সন্তানাদিসহ ইতিপূর্বে আমার পিত্রালয়ে ঘর সংসার করাকালীন আমার স্বামী ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। আমার স্বামী জীবদ্দশায় প্রতিবন্ধী থাকার পরেও পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। পরবর্তীতে তার মৃত্যুর পর আমি ও আমার সন্তানাদিসহ আমার পিত্রালয় হতে সুরকিমিল নামক স্থানে অন্যের আশ্রয়ে মানবেতর জীবন যাপন করে আসছি। আমি জানি যে, মুজিববর্ষ উপলক্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আপনার আওতাধীন লালমনিরহাট অঞ্চলে মুজিব পল্লী নির্মিত হয়। আমি সুষ্ঠুভাবে বসবাস ও আমার অভাগা সন্তানদের নিয়ে জীবন যাপন করার জন্য উক্ত নির্মিত মুজিব পল্লীতে একটি গৃহ ও জমি পাওয়ার আকুল আবেদন করছি।

 

মুজিববর্ষের গৃহ বরাদ্দের অনুলিপি সদয় অবগতি ও জ্ঞাতার্থে মেয়র, লালমনিরহাট পৌরসভা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লালমনিরহাট সদর, উপজেলা নির্বাহী অফিসার, লালমনিরহাট সদর এর নিকট প্রেরণ করা হয়েছে মর্মে জানা গেছে।

 

প্রসঙ্গত, “একখণ্ড জমি আর একটি ঘর চায় স্বামী হারা জাহানারা” শীর্ষক একটি প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone