লালমনিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টায় লালমনিরহাট আদর্শ দাখিল মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর এ্যাডঃ আবু তাহের। প্রধান বক্তা ছিলেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি জননেতা এ্যাডঃ মোঃ ফিরোজ হায়দার লাভলু৷ এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা সেক্রেটারি হাফেজ শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদিতমারী উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোছাঃ রহিমা বেগম। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিভিন্ন দায়ীত্বশীলের মধ্যে মোছাঃ রোকসানা খাতুন, মোছাঃ আনোয়ারা বেগম, মোছাঃ মাহমুদা বেগম, মোছাঃ গিনি বেগম, মোছাঃ মমতাজ বেগম প্রমুখ। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন ওই অনুষ্ঠানের প্রধান অতিথি।
উক্ত অনুষ্ঠানে ২হাজারের বেশী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।