হেলাল হোসেন কবির: লালমনিরহাট সরকারি কলেজের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত হতে যাচ্ছে একটি স্মৃতিময় ও মানবিক সংগঠন অ্যালামনাই এসোসিয়েশন। সেই উপলক্ষে কয়েকজন উদ্যোগ নিয়ে ফেইসবুকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক পরিষদের হলরুমে এক মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানে ৪০/৪২জন প্রাক্তণ ছাত্ররা উপস্থিত হয়ে তাদের মূল্যবান মতামত প্রকাশ করেন।
লালমনিরহাট সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আরমান রহমানের উপস্থিতিতে প্রাক্তণ ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন এরশাদ হোসেন জাহাঙ্গীর, জহুরুল ইসলাম টিটু, মেহেদী হাসান, মোতাহারুল ইসলাম, ইয়াকুব আলী, খান মোহাম্মদ আশরাফ মিঠু, আবু জাহের সিদ্দিক, শফিকুল ইসলাম পাপ্পু, মাসুদ রানা রাশেদ, হেলাল হোসেন কবির, রাজিব হোসেন, শেখ তানভীর আল হুদা, এস সুমন, আবু বক্কর সিদ্দিক বাবু প্রমুখ।
সেখানে সকলের সিদ্ধান্তে আগামী ৫ মে রোজ বৃহস্পতিবার লালমনিরহাট সরকারী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন এর আগামী দিনের কর্মপরিকল্পনা ও কমিটি গঠনের উদ্দেশ্যে ব্যাপক পরিসরে এক আলোচনা সভা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় লালমনিরহাট সরকারি কলেজের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের উপস্থিত থেকে অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যক্রমকে গতিশীল করতে বিনীত আহবান জানানো হয়।
সেই আহবানের জন্য একটি কমিটি গঠণ করা হয়। সেই কমিটির আহবায়ক: জহুরুল ইসলাম টিটু। যুগ্ম আহবায়ক: খান মোহাম্মদ আশরাফ মিঠু, শফিকুল ইসলাম পাপ্পু। সদস্য সচিব: মোতাহারুল ইসলাম। সমন্বয়ক: হামিদুল ইসলাম পাপ্পু। সদস্য: রেজাউল হক পাটোয়ারী লিটু, এরশাদ হোসেন জাহাঙ্গীর, সাইদুল ইসলাম মিঠুন, মফিজুর রহমান বাবু, আনিছুর রহমান আনিচ, মেহেদী হাসান, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান রানু, আবু জহের সিদ্দিক, ইয়াকুব আলী, হেলাল হোসেন কবির, এব্রাহিম খলিল, রাজির হোসেন, তানভির আল হুদা, সামসুর দোহা তুহিন ও সলাউদ্দিন সুমন।
উল্লেখ্য যে, আগামী ৫ মে সকলের মহামূল্যবান মতামতের ভিত্তিতে আগামীদের কার্যক্রম ও কমিটির বিষয়ে আলোচনা করা হবে। তাই লালমনিরহাট সরকারি কলেজের প্রাক্তণ সকল শিক্ষার্থীদের জোর আমন্ত্রণ জানানো হয়েছে।