শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত বা চলতি দ্বায়িত্ব)র প্রধান শিক্ষক দিয়ে চলছে প্রাথমিক শিক্ষা! ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস বর্ষিয়ান সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু ছিলেন লালমনিরহাটের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র জুজুর ভয় লালমনিরহাটে ইরি-বোরো ধানের আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষক! লালমনিরহাটে শীতকালীন শাক সবজি চাষে ব্যস্ত কৃষকেরা লালমনিরহাটে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত লালমনিরহাটে তিন সাংবাদিককে হেনস্তা ও অশালীন আচরণ করার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ অনুষ্ঠিত লালমনিরহাটে আগুনের কুন্ডলী জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা লালমনিরহাটে স্মৃতিচিহ্নহীন রেলওয়ে রিক্সা স্ট্যান্ড বধ্যভূমি!
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ব্যস্ত প্রচার-প্রচারণায়

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ব্যস্ত প্রচার-প্রচারণায়

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আগামী ১৪ ফেব্রুয়ারি লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে দিন-রাত বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র এ পৌরসভার মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের প্রার্থীরা বরাদ্দকৃত প্রতীকে পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচার-প্রচারণা শীতকে উপেক্ষা করে বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।

 

লালমনিরহাট পৌরসভার সাধারণ নির্বাচনে ৫জন মেয়র, ৩৬জন সাধারণ আসনের কাউন্সিলর, ১৪জন সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার-এর কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মোঃ মোফাজ্জল হোসেন (নৌকা), জাতীয় পার্টির এস এম ওয়াহিদুল হাসান (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোশারফ হোসেন রানা (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আমিনুল ইসলাম (হাত পাখা), স্বতন্ত্র মোঃ রেজাউল করিম (নারিকেল গাছ)। এখানে মোট ভোটার সংখ্যা ৪৭হাজার ৭শত ৬৯জন।

 

লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০১ এর কাউন্সিলর প্রার্থী এ.টি.এম সামসুজ্জামান প্রামানিক মিঠু (গাজর), মোঃ আসাদুজ্জামান (ডালিম), মোঃ জিয়াউর রহমান (উটপাখি), মোঃ নুর জামাল সরকার (টেবিল ল্যাম্প), মোঃ মোকলেছুর রহমান মুকুল (পানির বোতল), মোঃ রফিকুল ইসলাম (পাঞ্জাবী)। এখানে মোট ভোটার সংখ্যা ৬হাজার ৬শত ৮১জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০২ এর কাউন্সিলর প্রার্থী মোঃ জহুরুল হক (ব্লাকবোর্ড), মোঃ নুর আলম (উটপাখি), মোঃ নুরজ্জামাল হোসেন (ডালিম), মোঃ রাশেদুল হাসান (পাঞ্জাবী)। এখানে মোট ভোটার সংখ্যা ৫হাজার ৯৬জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৩ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আবু সুফিয়ান (টেবিল ল্যাম্প), মোঃ কিসমত আলী (উটপাখি), মোঃ মোকছেদুর রহমান (পাঞ্জাবী), মোঃ মাকসুদুন নবী (ডালিম)। এখানে মোট ভোটার সংখ্যা ৫হাজার ৩শত ৫৮জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৪ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আজিজুর রহমান তুহিন (টেবিল ল্যাম্প), মোঃ এনামুল হক (ঢেঁড়শ), মোঃ আব্দুল করিম শেখ (উটপাখি), মোঃ আব্দুল হোসেন (ডালিম), মোঃ গোলাম মোস্তফা (পাঞ্জাবী), মোঃ দেলওয়ার হোসেন (পানির বোতল)। এখানে মোট ভোটার সংখ্যা ৬হাজার ৪শত ১৫জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৫ এর কাউন্সিলর প্রার্থী নুর আলম (ডালিম), মোঃ আব্দুল ওয়াজেদ বুলু (পাঞ্জাবী), মোঃ আব্দুস সালাম (উটপাখি)। এখানে মোট ভোটার সংখ্যা ৬হাজার ৪৪জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৬ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুস ছালাম (পানির বোতল), মোঃ গোলাম মর্তুজা (ডালিম), মোঃ শফিকুল ইসলাম (উটপাখি), মোঃ সাইফুল ইসলাম (গাজর)। এখানে মোট ভোটার সংখ্যা ৫হাজার ২শত ২৬জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৭ এর কাউন্সিলর প্রার্থী মোঃ সোহেল রানা (পাঞ্জাবী), মোঃ হাসান কামাল (পানির বোতল)। এখানে মোট ভোটার সংখ্যা ৩হাজার ৯শত ৮৮জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৮ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আবু জাহেদ (টেবিল ল্যাম্প), মোঃ নুরুল ইসলাম (উটপাখি)। এখানে মোট ভোটার সংখ্যা ৪হাজার ১শত ১জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৯ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ (গাজর), মোঃ আলম হোসেন (ডালিম), মোঃ রবিউল ইসলাম (টেবিল ল্যাম্প), মোঃ হারুন অর রশিদ বাদশা (উটপাখি), স্বাধীন রহমান (ব্লাক বোর্ড)। এখানে মোট ভোটার সংখ্যা ৪হাজার ৮শত ৬০জন।

 

লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষ সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০১ এর কাউন্সিলর প্রার্থী মোছাঃ জাহেদা বেগম (আনারস), মোছাঃ রমিছা বেগম (চশমা), মিসেস বিউটি রহমান (অটোরিক্সা)। এখানে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ১শত ৩৫জন।

সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০২ এর কাউন্সিলর প্রার্থী চায়না রানী (আনারস), মোছাঃ খাদিজা বেগম (অটোরিক্সা), মোছাঃ নাছিমা আক্তার (চশমা), মোছাঃ ফেরদৌসী খাতুন (কলম), মোছাঃ সুজাতা বেগম (টেলিফোন), শামীমা আক্তার (জবাফুল)। এখানে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ৬শত ৮৫জন।

সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০৩ এর কাউন্সিলর প্রার্থী মোছাঃ ছালেহা বেগম (আনারস), মোছাঃ জাহানারা বেগম (জবাফুল), মোছাঃ নাসরিন আক্তার (চশমা), মোছাঃ ফাতেমা বেগম (টেলিফোন), মোছাঃ রুজি বেগম (অটোরিক্সা)। এখানে মোট ভোটার সংখ্যা ১২হাজার ৯শত ৪৯জন।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মঞ্জুরুল হাসান জানান, এবার প্রথম বারের মতো এই পৌরসভায় ৪৭হাজার ৭শত ৬৯টি ভোটার স্ব স্ব কেন্দ্রের সংশ্লিষ্ট বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)র মাধ্যমে ভোট প্রদান করবেন। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone