সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় পার্টির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত গণহত্যা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টে সাপটানা একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত তুষারপাত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সরকার মানুষের মঙ্গলের জন্য কাজ করে-অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ১৬৯ বার পড়া হয়েছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম পিএএ বলেছেন, সরকার মানুষের মঙ্গলের জন্য কাজ করে। আমরা মাঠ পর্যায়ে সরকারি ভাবে লালমনিরহাট জেলার পাথর কোয়ারী দেয়ার মতামতের ব্যাপারে পরিদর্শন ও স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, পাথর ব্যবসায়ী, প্রশাসন ও বিজিবি’র সাথে মতবিনিময় সভা করেছি। জনসাধারণের ক্ষতি রোধ করে সরকার রাজস্ব পাবে সে প্রক্রিয়ায় পাথর কোয়ারী সমূহ দেয়ার ব্যাপারে সকলের মতামত তুলে ধরা হবে। সরকার বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে পাথর কোয়ারী বিষয়ে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও অংশীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোজাম্মেল হক, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহঃ রাশেদুল হক প্রধান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মেজবাবুল আলম, লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, লালমনিরহাট এলজিইডি নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খাঁন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম কামরুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানা, পাথর ব্যবসায়ী ও পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত প্রমুখ। এ সময় অন্যন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102