লালমনিরহাট জেলার ৩টি ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা), ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) ও ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনে জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থীদের প্রতীকের লড়াই হবে। এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২জন জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) সংসদীয় আসন: এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ হাসান রাজীব প্রধান (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম রাজু (দাঁড়িপাল্লা) এবং জাতীয় পার্টির মোঃ মসিউর রহমান রাঙ্গা (লাঙ্গল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফজলুল করিম শাহারিয়ার (হাতপাখা), বাংলাদেশ লেবার পার্টির মোঃ শুভ আহমেদ (আনারস), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের হাবিব মোঃ ফারুক (মটরগাড়ি কার), স্বতন্ত্র আবু সামা মোঃ রেদওয়ান হক (তালা), মোঃ রেজাউল করিম সরকার (মোটরসাইকেল), শিহাব আহমেদ (ঘোড়া) প্রতীকের প্রার্থী রয়েছে। এখানে মোট ভোটারের সংখ্যা ৪লাখ ৩হাজার ৫শত ৬৩জন। নারী ভোটার ২লাখ ৮শত ৫৯জন ও পুরুষ ভোটার ২লাখ ২হাজার ৭শত ২জন এবং হিজরা ভোটার ২জন।
১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসন: এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ রোকন উদ্দীন বাবুল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ফিরোজ হায়দার (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোঃ এলাহান উদ্দিন (লাঙ্গল) এবং জনতার দলের মোঃ শামীম কামাল (কলম) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায় (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মাহফুজুর রহমান (হাতপাখা), স্বতন্ত্র মোঃ মমতাজ আলী (মোটরসাইকেল) প্রতীকের প্রার্থী রয়েছে। এখানে মোট ভোটারের সংখ্যা ৪লাখ ৩২হাজার ৯শত ৬৩জন। নারী ভোটার ২লাখ ১৫হাজার ৭শত ৫৮জন ও পুরুষ ভোটার ২লাখ ১৭হাজার ২শত ২জন এবং হিজরা ভোটার ৩জন।
১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসন: এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আসাদুল হাবিব দুলু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আবু তাহের (দাঁড়িপাল্লা) এবং জাতীয় পার্টির মোঃ জাহিদ হাসান (লাঙ্গল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও গণসংহতি আন্দোলনের দীপক কুমার রায় (মাথাল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধু সুদন রায় (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আমিনুল ইসলাম (হাতপাখা) প্রতীকের প্রার্থী রয়েছে। এখানে মোট ভোটারের সংখ্যা ৩লাখ ৭হাজার ৯শত ৭০জন। নারী ভোটার ১লাখ ৫৩হাজার ৮শত ৫জন ও পুরুষ ভোটার ১লাখ ৫৪হাজার ১শত ৬৩জন এবং হিজরা ভোটার ২জন।