সীমান্তে লালমনিরহাট (১৫ বিজিবি)’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও চিনি এবং বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে লালমনিরহাটের দিঘলটারী বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা ও চিনি এবং বিভিন্ন পণ্য জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টায় দিঘলটারী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী থানার মাছানকুরা নামক স্থানে বিজিবির টহলদল বিশেষ অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় জিরা ৫৪ কেজি ও চিনি ১শত ৫৪কেজি ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় জিরা ৫৪কেজি, যার সিজার মূল্য ৫৪হাজার টাকা, ভারতীয় চিনি ১শত ৫৫কেজি, যার সিজার মূল্য ১৫হাজার ৫শত টাকা এবং অন্যান্য মালামাল ৯হাজার ৩শত ৯০টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৭৮হাজার ৮শত ৯০টাকা। এছাড়াও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল ধরনের সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।