শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে আমরা ক’জন নাট্য গোষ্ঠীর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাটে সাংবাদিকের পিতা আফজাল হোসেনের ইন্তেকাল লালমনিরহাটে জিয়া সাইবার ফোর্স জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন লালমনিরহাটে সুন্দরমের তিন দশক পূর্তি উৎসব উপলক্ষে আবৃত্তি, গান, নৃত্যানুষ্ঠান, আলোচনা ও আড্ডা অনুষ্ঠিত লালমনিরহাটে পূজা পুণর্মিলনী ২০২৪ ও শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির কার্যকরী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত লালমনিরহাটে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রংপুর আঞ্চলিক বিটিভি উপ-কেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত লালমনিরহাটের উত্তর বাংলা কলেজের প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না অনশন কর্মসূচী লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাগণের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত
বিশ্বের আদালতে প্রকৃতি আজ বিচারক, মানবসমাজ আজ অপরাধি

বিশ্বের আদালতে প্রকৃতি আজ বিচারক, মানবসমাজ আজ অপরাধি

জয়দেব বেরা, কবি ও সাহিত্যিক: সমগ্র বিশ্বের আদালতে প্রকৃতি আজ বিচারকের আসনে বসে বিচার করে চলেছে সমগ্র মানবসমাজের। সেই বিচারের শাস্তি ছিল খুবই ভয়াবহ। প্রকৃতি আজ স্থির করেছে মানবসমাজের শাস্তি। সত্যি এই শাস্তি খুবই ভয়ংকর। মানুষ এতদিন শত শত বছর ধরে প্রকৃতির প্রতি নানান অন্যায়মূলক কাজকর্ম করেছে। প্রকৃতি এতদিন ধরে সেই সমস্ত অন্যায় সব সহ্য করে মানবসমাজকে তার ভুলও ধরিয়ে দিয়েছিল। এবং বারে বারে ভুল সংশোধনের সহিত করে দিয়েছিল ক্ষমাও। কিন্তু অবশেষে প্রকৃতির এই সহ্যের বাঁধ ভেঙে যায়। এই মানবসমাজকে উচিত শিক্ষা দিতে প্রকৃতি আজ স্বয়ং বসেছে বিশ্বের আদালতে বিচারকের আসনে। এই  বিচারকের আসনে বসে একে একে করে নানান শাস্তি দিয়েই চলেছে সমগ্র মানবসমাজকে। সবচেয়ে বড় শাস্তি হল মারণমুখী করোনা ভাইরাসের প্রয়োগ। যদিও এটি প্রকৃতিক বিপর্যয় না মানুষের ছড়ানো তা নিয়ে এখনো চলছে নানান তর্ক-বিতর্ক। তবুও কিন্তু বলা চলে এটি এক প্রকৃতির অভিশাপ। এই অভিশাপে সমগ্র মানবসমাজ আজ মৃত্যুপুরীতে নিমজ্জিত। সমগ্র মানবসমাজ আজ হেরে গেছে এই ভাইরাসের কাছে। রুখতে পারেনি প্রকৃতির দেওয়া এই শাস্তি ও অভিশাপকে। শুধু তাই নয়, এর ফলে সমগ্র মানবসমাজে যে ভয়াবহ পরিস্থিতির (লকডাউন) সৃষ্টি হয়েছিল সত্যি তা ছিল অকল্পনীয়। এত ভয়াবহ শাস্তি যা ছিল খুবই শোচনীয়। এর পাশাপাশি আবারও এক প্রকৃতির অভিশাপ নেমে এলো মানবসমাজের উপর। ধেয়ে এলো আমফান নামে এক শক্তিশালী ঘূর্ণিঝড় (২০/০৫/২০২০)। যার প্রকোপে সমগ্র মানবসমাজ আজ কম্পিত। প্রকৃতির এই রুষ্ট রূপ যেন মহাদেবের ভয়ংকর ক্রোধের সম। যার প্রভাবে হাজার হাজার মানুষ আজ ক্রন্দনরত। ভেঙে চুরমার হয়ে গেছে শত শত অসহায় শ্রমিকদের ঘরবাড়ি।  মৃত্যুর মুখে পড়তে হয়েছে হাজার হাজার পশু-পাখি ও মানুষকে। এই ভয়াবহ দৃশ্যের পাশাপাশি সহস্র গ্রন্থের ধ্বংসলীলা দেখে আমার মনও বিদীর্ণ হয়ে যায়। এই ঝড়ের দরুন কলকাতার কলেজ স্ট্রিট মোড়ের হাজার হাজার বইয়ের দোকান ভেঙে চুরমার হয়ে গেছে এবং সারি সারি হয়ে ভেসে গেছে কোটি কোটি বইয়ের সম্ভার। দেখা যাচ্ছেনা জলের স্ত্রোত, স্ত্রোত ঢেকে গেছে রাশি রাশি বইয়ের মধ্যতায়। একজন অক্ষর কর্মী হিসেবে আমার কাছে এই দৃশ্য সত্যি খুবই বেদনাদায়ক। এইভাবে প্রকৃতি বিচারকের আসনে বসে নানাভাবে সমগ্র মানবসমাজকে দিনে দিনে শাস্তি দিয়েই চলেছে। যার মোকাবিলা করা মানুষের কাছে খুবই দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই আজ এই কথাটা স্পষ্ট যে–

‛এই বিশ্বের দরবারে মানুষ সর্বশ্রেষ্ঠ কর্তা নয়, সর্বশ্রেষ্ঠ কর্তা হল এই প্রকৃতি। যার ইচ্ছার অধীনে চলে সমগ্র মানবসমাজ। আর সমস্ত মানবসমাজ হল প্রকৃতির দাস’।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone