সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় পার্টির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত গণহত্যা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টে সাপটানা একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত তুষারপাত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশ্বের আদালতে প্রকৃতি আজ বিচারক, মানবসমাজ আজ অপরাধি

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ১৩৩ বার পড়া হয়েছে

জয়দেব বেরা, কবি ও সাহিত্যিক: সমগ্র বিশ্বের আদালতে প্রকৃতি আজ বিচারকের আসনে বসে বিচার করে চলেছে সমগ্র মানবসমাজের। সেই বিচারের শাস্তি ছিল খুবই ভয়াবহ। প্রকৃতি আজ স্থির করেছে মানবসমাজের শাস্তি। সত্যি এই শাস্তি খুবই ভয়ংকর। মানুষ এতদিন শত শত বছর ধরে প্রকৃতির প্রতি নানান অন্যায়মূলক কাজকর্ম করেছে। প্রকৃতি এতদিন ধরে সেই সমস্ত অন্যায় সব সহ্য করে মানবসমাজকে তার ভুলও ধরিয়ে দিয়েছিল। এবং বারে বারে ভুল সংশোধনের সহিত করে দিয়েছিল ক্ষমাও। কিন্তু অবশেষে প্রকৃতির এই সহ্যের বাঁধ ভেঙে যায়। এই মানবসমাজকে উচিত শিক্ষা দিতে প্রকৃতি আজ স্বয়ং বসেছে বিশ্বের আদালতে বিচারকের আসনে। এই  বিচারকের আসনে বসে একে একে করে নানান শাস্তি দিয়েই চলেছে সমগ্র মানবসমাজকে। সবচেয়ে বড় শাস্তি হল মারণমুখী করোনা ভাইরাসের প্রয়োগ। যদিও এটি প্রকৃতিক বিপর্যয় না মানুষের ছড়ানো তা নিয়ে এখনো চলছে নানান তর্ক-বিতর্ক। তবুও কিন্তু বলা চলে এটি এক প্রকৃতির অভিশাপ। এই অভিশাপে সমগ্র মানবসমাজ আজ মৃত্যুপুরীতে নিমজ্জিত। সমগ্র মানবসমাজ আজ হেরে গেছে এই ভাইরাসের কাছে। রুখতে পারেনি প্রকৃতির দেওয়া এই শাস্তি ও অভিশাপকে। শুধু তাই নয়, এর ফলে সমগ্র মানবসমাজে যে ভয়াবহ পরিস্থিতির (লকডাউন) সৃষ্টি হয়েছিল সত্যি তা ছিল অকল্পনীয়। এত ভয়াবহ শাস্তি যা ছিল খুবই শোচনীয়। এর পাশাপাশি আবারও এক প্রকৃতির অভিশাপ নেমে এলো মানবসমাজের উপর। ধেয়ে এলো আমফান নামে এক শক্তিশালী ঘূর্ণিঝড় (২০/০৫/২০২০)। যার প্রকোপে সমগ্র মানবসমাজ আজ কম্পিত। প্রকৃতির এই রুষ্ট রূপ যেন মহাদেবের ভয়ংকর ক্রোধের সম। যার প্রভাবে হাজার হাজার মানুষ আজ ক্রন্দনরত। ভেঙে চুরমার হয়ে গেছে শত শত অসহায় শ্রমিকদের ঘরবাড়ি।  মৃত্যুর মুখে পড়তে হয়েছে হাজার হাজার পশু-পাখি ও মানুষকে। এই ভয়াবহ দৃশ্যের পাশাপাশি সহস্র গ্রন্থের ধ্বংসলীলা দেখে আমার মনও বিদীর্ণ হয়ে যায়। এই ঝড়ের দরুন কলকাতার কলেজ স্ট্রিট মোড়ের হাজার হাজার বইয়ের দোকান ভেঙে চুরমার হয়ে গেছে এবং সারি সারি হয়ে ভেসে গেছে কোটি কোটি বইয়ের সম্ভার। দেখা যাচ্ছেনা জলের স্ত্রোত, স্ত্রোত ঢেকে গেছে রাশি রাশি বইয়ের মধ্যতায়। একজন অক্ষর কর্মী হিসেবে আমার কাছে এই দৃশ্য সত্যি খুবই বেদনাদায়ক। এইভাবে প্রকৃতি বিচারকের আসনে বসে নানাভাবে সমগ্র মানবসমাজকে দিনে দিনে শাস্তি দিয়েই চলেছে। যার মোকাবিলা করা মানুষের কাছে খুবই দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই আজ এই কথাটা স্পষ্ট যে–

‛এই বিশ্বের দরবারে মানুষ সর্বশ্রেষ্ঠ কর্তা নয়, সর্বশ্রেষ্ঠ কর্তা হল এই প্রকৃতি। যার ইচ্ছার অধীনে চলে সমগ্র মানবসমাজ। আর সমস্ত মানবসমাজ হল প্রকৃতির দাস’।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102