লালমনিরহাটে “মা-মাটি-মোহনা, বিদেশিদের দিবোনা” স্লোগান নিয়ে অবিলম্বে সকল চুক্তি প্রকাশ করো, দেশ বিরোধী গোপন চুক্তি বাতিল করতে হবে চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল ও পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকাল ৫টায় লালমনিরহাটের জনতা মোড় চত্ত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ-এঁর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সহ-সম্পাদক নিরঞ্জন রায়-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম অপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মধুসূদন রায় মধু, বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিহাট জেলা কমিটির সভাপতি গোপাল রায় প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে গণসংগীত পরিবেশন করেন যুব নেতা শফিক, সুকুমার রায় প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মশাল মিছিল লালমনিরহাটের জনতা মোড় থেকে জেলা শহর প্রদক্ষিণ করে মিশন মোড় হয়ে পার্টি অফিসে এসে শেষ হয়।