লালমনিরহাটের হাতীবান্ধার বিভিন্ন সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)’র টহলদল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে।
রোববার (২৩ নভেম্বর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)’র মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ সিংগীমারী বিওপির টহলদল রোববার (২৩ নভেম্বর) পৃথক ৩টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পূর্ব সিংগীমারী এবং বাড়াইপাড়া নামক স্থান হতে ভারতীয় ফেন্সিডিল ৯৮টি বোতল এবং ভারতীয় এস্কাপ সিরাপ ৪শত ৮৩টি বোতল মাদক আটক করে। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য ২লক্ষ ৩২হাজার ৪শত টাকা।
মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক ব্যবসায়ীরা বিজিবি’র অভিযান বুঝতে পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পড়ে বিজিবি ভারতীয় এসব মাদকদ্রব্য উদ্ধার করেছে।