শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র সাড়াশি অভিযানে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শিশুকে ধর্ষণের অভিযোগে মামলায় প্রধান আসামি গ্রেফতার চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত পৌর সার্ভিস এসোসিয়েশনের কমিটি গঠন অনুষ্ঠিত পৌর সার্ভিস এসোসিয়েশনে যাঁরা নির্বাচিত হলেন! পৌর সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌরসভা ইউনিটের নির্বাচন সম্পন্ন বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক ২০ বছরের জার্নি! হোটেল প্যাকেটিংয়ে বিপ্লব এনেছে মুক্তি মজুমদারের ‘শুভেচ্ছা প্যাকেট বিতান’ আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

শিশুকে ধর্ষণের অভিযোগে মামলায় প্রধান আসামি গ্রেফতার

রংপুরে ১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি।

সোমবার (২৪ নভেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

বাদীর এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম ১৯ মাসের কন্যা শিশু। আসামি এবং ভিকটিমের বাসা পাশাপাশি। গত ৩১ জুলাই বিকাল ৫টায় ভিকটিম তার বাড়ির বাইরে খেলাধূলা করছিলো। তখন আসামি ভিকটিমকে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে আসামির বাসার নিজ শয়ন কক্ষের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। যার ফলে ভিকটিমের যৌনাঙ্গ রক্তাক্ত জখম হয় এবং ভিকটিমের কান্নাকাটির শব্দ শুনে বাদীসহ ঘটনাস্থলের আশপাশের লোকজন উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রংপুর জেলার তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৩, তারিখ-০৩/১১/২০২৫ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-২০০৩) এর ৯(১)।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর এর আভিযানিক দল সোমবার (২৪ নভেম্বর) রাত ৩টা ১৫মিনিটে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ৪নং বাহাগিলি ইউনিয়নের অন্তর্গত বসনিয়া পাড়া গ্রামস্থ মৃত আবেদ হাজীর পুত্র জনৈক মোঃ আব্দুল মালেক এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার তারাগঞ্জ থানার কুর্শা (পঞ্চায়েত পাড়া) মোঃ জিয়াউর রহমানের পুত্র আসামি মোঃ রাব্বি রহমান ওরফে রিজু (২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone