রংপুরে ১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি।
সোমবার (২৪ নভেম্বর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
বাদীর এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম ১৯ মাসের কন্যা শিশু। আসামি এবং ভিকটিমের বাসা পাশাপাশি। গত ৩১ জুলাই বিকাল ৫টায় ভিকটিম তার বাড়ির বাইরে খেলাধূলা করছিলো। তখন আসামি ভিকটিমকে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে আসামির বাসার নিজ শয়ন কক্ষের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। যার ফলে ভিকটিমের যৌনাঙ্গ রক্তাক্ত জখম হয় এবং ভিকটিমের কান্নাকাটির শব্দ শুনে বাদীসহ ঘটনাস্থলের আশপাশের লোকজন উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রংপুর জেলার তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৩, তারিখ-০৩/১১/২০২৫ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-২০০৩) এর ৯(১)।
ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ সিপিএসসি রংপুর এর আভিযানিক দল সোমবার (২৪ নভেম্বর) রাত ৩টা ১৫মিনিটে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ৪নং বাহাগিলি ইউনিয়নের অন্তর্গত বসনিয়া পাড়া গ্রামস্থ মৃত আবেদ হাজীর পুত্র জনৈক মোঃ আব্দুল মালেক এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার তারাগঞ্জ থানার কুর্শা (পঞ্চায়েত পাড়া) মোঃ জিয়াউর রহমানের পুত্র আসামি মোঃ রাব্বি রহমান ওরফে রিজু (২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.