লালমনিরহাটে “জীবনেও সাথী, মরণেও সাথী” প্রতিপাদ্যকে সামনে রেখে আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টা ১৫মিনিটে লালমনিরহাটের থানা রোডস্থ জেলা কার্যালয়ে আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক ও আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সম্পাদক মোঃ রফিকুল আলম খান স্বপন প্রমুখ। এ সময় আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ মাহফুজার রহমান, সদস্য ডাঃ কাশেম আলী, জাহাঙ্গীর আলম শাহীন, তাজিন ফরিদী চৌধুরী, মোঃ আব্দুল মজিদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।