লালমনিরহাটে জুলাই বিপ্লবে আন্দোলনকারী ৬ (ছয়) শহীদ যোদ্ধাদেরকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে শহীদ পরিবারের পক্ষ থেকে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের নর্থ কিং রেস্টুরেন্টে শহীদ পরিবারের সদস্যবৃন্দের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ পরিবারের পক্ষে মোঃ সাইদুর রহমান মিঠুল। এ সময় শহীদের পিতা মোঃ জহুরুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান, মোঃ রেজাউল করিম সরকার, মোঃ সাইদুর রহমান মিঠুল, শহীদের মাতা নাসরীন পারভীন, শহীদের বোন মুরশিদাসহ লালমনিরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জুলাই বিপ্লবে আন্দোলনকারী ৬ (ছয়) শহীদ যোদ্ধা হলেন- মোঃ জোবায়ের হোসেন, মোঃ রাদীফ হোসেন রুশো, মোঃ জাহিদুর রহমান, রাজিব উল করিম সরকার, আল শাহরিয়াদ তন্ময়, মোঃ শাহরিয়ার আল আফরোজ শ্রবণ।