লালমনিরহাটে প্রকৃতিযাত্রা এর বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাটের চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রকৃতিযাত্রা, রোটারী ক্লাব অব ঢাকা ইকোর উদ্যোগে রোটারী ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট ডাঃ কাসেম আলী-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব লালমনিরহাটের আইপিপি মঞ্জুরুল আলম, ভিপি আলেয়া ফেরদৌসী লাকী, চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদার রহমান, ওয়াইএলসি ফারুক স্বপন, কোষাধ্যক্ষ জেসমিন খুশি, প্রকৃতিযাত্রার প্রধান ও রোটারিয়ান সাইফুল ইসলাম শামীম প্রমুখ। এ রোটারী ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট ইলেক মোকছেদুর রহমান, পিপি সামছুল আলম, ভিপি মাজেদুল, আমিনুল বাবু, রেনায়েল আলম, সহকারী শিক্ষক পার্থ আচার্য উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।