লালমনিরহাটে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা আকতার বানু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান। প্রধান আলোচক ছিলেন জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরাম রংপুর জেলার সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিআর সারোয়ার, অ্যাড. আঞ্জুমান আরা শাপলা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা হোসেন আলী প্রমূখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রম বাস্তাবায়নের জন্য ২০২৪-২০২৫ অর্থবছরে লালমনিরহাট জেলায় নির্বাচিত শ্রেষ্ঠ অদম্য ৫নারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ সুরাইয়া নাছরীন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শ্রীমতি সুজাতা রানী রায়, সফল জননী নারী মোছাঃ ফারিজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী সমর্থ বানু, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী অ্যাড. মোছাঃ আঞ্জুমান আরা শাপলা।
