লালমনিরহাট জেলা সদরের উত্তর সাপটানা কোরবানটারীতে পাহাড়ি কলার বাম্পার ফলন হয়েছে।
সখের বসে একটি কলাগাছের চাড়া এনে হাসিবুল নামের এক কৃষক সেই চারাটি রোপন করলে সেই গাছে ২৩ কান্দা কলা ধরে। ইতোমধ্যে কলা পাকে খেতে খুব সুস্বাদে ভরা।
এ বিষয়ে কৃষক হাসিবুল জানায়, এই পাহাড়ি কলা যে এখানকার মাটিতে ফলন দিবে এবং সুস্বাদের হবে সেটা নিয়ে শঙ্কিত ছিলাম। কলার উপরের রং খয়েরি রংয়ের হলেও ভিতরে আলাদা।
তিনি আরও জানান, এখন প্রায় আরও ৮টি চারা হয়েছে। এই কলা চাষে এ অঞ্চলের কলা চাষিরা লাভবান হতে পারেন। এই কলা চাষে কেন রুপ কীটনাশক বা ঔষধ ব্যবহার করতে হয়নি।