লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় বিএসটিআই’র একটি মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা ও একটি মামলা করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর সমন্বয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরামের মেসার্স কাব্য দিগন্ত ফিলিং স্টেশন প্রতিষ্ঠানকে জ্বালানি তেল (পেট্রোল) পরিমাপে প্রতি ১০লিটারে ৬০মি.লি কম প্রদান করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” এর ২৯/৪৬ ধারা এবং অবৈধ/মেয়াদোত্তীর্ণ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ ব্যবহার করায় একই আইনের ৩২(৩)/৪৮ ধারা অনুযায়ী মোট ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া কালীগঞ্জ কাঁচাবাজারে মুরগি, মাছ ও সবজির দোকানে সকল ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহদি ইমাম।
এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন।
বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।