শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে লালমনিরহাটের কাকিনায় ট্রেন থামিয়ে মানববন্ধন

বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে লালমনিরহাটের কাকিনায় ট্রেন থামিয়ে মানববন্ধন

বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে লালমনিরহাটের কাকিনা রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন।

 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের বুড়িমারী-ঢাকা রেলরুটে চলাচলকারী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের কাকিনায় যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করা হয়। কাকিনা নাগরিক কমিটির পক্ষ থেকে অবরোধ ও মানববন্ধনের আয়োজন করা হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা কাকিনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও রেললাইনের ওপর জড়ো হন। পরে তারা লালমনিরহাট থেকে ছেড়ে আসা বিশেষ পর্যবেক্ষণ ট্রেন থামিয়ে দাবির পক্ষে বক্তব্য ও স্লোগান দিতে থাকেন। পরে ট্রেনে অবস্থান করা বাংলাদেশ রেলওয়ের সরকারী পরিদর্শক ফরিদ আহমেদ, ট্রেন থেকে নেমে এসে স্থানীয়দের সাথে কথা বলে ট্রেনটির যাত্রা বিরতির আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।

 

কর্মসূচিতে বক্তব্য রাখেন জানে আলম বুলু, জরিফ উদ্দিন দুলু, সালেহ উদ্দিন আহমেদ প্রমুখ।

 

বক্তারা বলেন, তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রভাব খাটিয়ে ডি গ্রেডের তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস বিরতির সুযোগ করে দেওয়া হয়েছে। বি গ্রেডের রেলওয়ে স্টেশন হওয়া সত্ত্বেও কাকিনায় বুড়িমারী এক্সপ্রেস এর যাত্রা বিরতি নেই। এতে স্থানীয় জনগণের ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনতি বিলম্বে কাকিনা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone