লালমনিরহাট পৌরসভার উত্তর সাপটানা রাস্তায় সড়কবাতি জ্বলে না। পৌরবাসীকে চলাচল করতে হয় ঘুট ঘুটে অন্ধকারে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, লালমনিরহাট পৌরসভার উত্তর সাপটানা পুটিমারীর দোলার বটতলায় সড়কের বৈদ্যুতিক বাতি থাকলেও জ্বলে না। এ সড়কে অনেক দূর পর পর দু-একটি খুঁটিতে বাতি জ্বলে, তারপর আবার অন্ধকার। এর মধ্যেও কোনো খুঁটিতে বাতি আছে, কোনটিতে নেই। আবার কোনটি জ্বলে, কোনটি জ্বলে না? উত্তর সাপটানা এলাকার পথচারীদের চলাচলে রাতদিন সরগরম থাকে এলাকাটি। সেখানকার সড়কেই বাতি জ্বলে না। চলাচল করতে হয় মুঠোফোনের আলো জ্বালিয়ে। পুটিমারী এলাকায় ঢুকতেই অন্ধকার। সড়কের ফিকে আলোতেই পথ চলতে হয়।