শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে লিপিকা দত্ত এর দূর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট সাংবাদিককের দুই পা কর্তন! লালমনিরহাটের কৃষকেরা বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছে! লালমনিরহাটে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ নিয়ে চিলমারীতে ব্যাপক সাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোর্সটি চালু করা হোক? লালমনিরহাটে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০২৫ এর উপজেলা পর্যায়ে বাছাই খেলা অনুষ্ঠিত লালমনিরহাট সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি গঠন লালমনিরহাটে ফসল রক্ষায় কাকতাড়ুয়া
অস্বচ্ছলদের জন্য নর্থ কিং ও সাগাইবাড়ী-এর বিনামূল্যে ইফতার ও সেহেরী

অস্বচ্ছলদের জন্য নর্থ কিং ও সাগাইবাড়ী-এর বিনামূল্যে ইফতার ও সেহেরী

আর্থিকভাবে অস্বচ্ছল, রোজাদার ব্যক্তির জন্য বিনামূল্যে ইফতার ও সেহেরীর ঘোষণা দিয়েছে দেশের উত্তরবঙ্গের ঐতিহ্য লালন করা প্রতিষ্ঠান “ক্যাসপার ফুড নেটওয়ার্ক”-এর দেশী-বিদেশী খাবারের রেস্তোরাঁ নর্থ কিং ও সাগাইবাড়ী। প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী মোঃ আবুল বাশার সুমন এক ফেসবুক পোস্টে রমজানের প্রথম দিনেই এই ঘোষণা দেন। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও।

 

স্বত্বাধিকারী মোঃ আবুল বাশার সুমন জানান, যারা আর্থিকভাবে অস্বচ্ছল, অথচ রোজা রাখার নিয়ত করেছেন। যারা সেহেরী ও ইফতারের খাবার ব্যবস্থা করতে সমস্যাবোধ করছেন, তারা নর্থ কিং এবং সাগাইবাড়ী রেস্টুরেন্টে বিনামূল্যে সেহেরী এবং ইফতার গ্রহণ করতে পারবেন। এ সুবিধা শুধু সুবিধাবঞ্চিত আর হতদরিদ্রদের জন্য নয়, যারা পথে ঘাটে জীবনযাপন করে আসছেন কিংবা যেসব কর্মজীবি মানুষকে জীবিকার তাগিদে বাড়ির বাইরে থাকতে হচ্ছে তাঁরাও চাইলে এই ইফতার ও সেহেরি গ্রহণ করতে পারবেন। প্রয়োজনে যে কোনোভাবে মেসেজ দিলেও খাবারের ব্যবস্থা করা হবে। রোজাদার ব্যক্তিদের জন্য পুরো রমজান মাসের জন্য এই সুবিধা থাকবে। খাবার গৃহীতার পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখার নিশ্চয়তাও দেয়া হয়েছে। ক্যাসপার ফুড নেটওয়ার্ক এর আওতাধীন প্রতিষ্ঠান সাগাইবাড়ী এবং নর্থকিং রেস্টুরেন্টের লালমনিরহাটে অবস্থিত দুটি শাখা থেকে রমজান মাসজুড়ে বিনামূল্যে এসব ইফতার ও সেহেরী বিতরণ করা হবে।

 

তিনি আরও জানান, ইফতারের আয়োজনে রয়েছে, ছোলা, মুড়ি, ডিমের চপ, পেয়াজু, জিলাপিসহ আট থেকে দশ প্রকারের খাবার। এছাড়া সেহেরীর আয়োজনে আছে মাছ, সাদা ভাত, ডিম ও সবজি। কখনো আবার থাকবে খাশি অথবা মুরগির মাংস।

 

মোঃ আবুল বাশার সুমন আরও বলেন, ব্যবসায়ীদের ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই চিন্তা থেকে সাগাইবাড়ী এবং নর্থকিং এই আয়োজন করেছে। প্রতি বছরই এই আয়োজনের ধারাবাহিকতা রাখার ইচ্ছে জানিয়েছেন মোঃ আবুল বাশার সুমন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone