লালমনিরহাটে বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশন ও সোনালী অতীত ক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনালী অতীত ক্লাব লালমনিরহাটের সভাপতি আব্দুল হাকিম-এঁর সভাপতিত্বে এ সময় সোনালী অতীত ক্লাব লালমনিরহাটের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম বকুল, আনিছুর রহমান লাডলা, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম লিকু, সোহেল রেজা, মানিক, সুফিয়ান, পুতুল, টিটো, মিলন, লিমন, সোহেল, গোবিন্দ, লায়নসহ লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশন ও সোনালী অতীত ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।