আলোর মনি ডটকম রিপোর্ট: আজ মঙ্গলবার ২৩ জুন সকাল ১০টায় ফুলগাছ কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পরিমিত খাবার খান, নিয়মিত হাঁটুন সুস্থ্য ও সবল জীবন গড়ে তুলুন বিষয়ক অ্যাডভোকেসি ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, ফুলগাছ কমিউনিটি ক্লিনিকের জমিদাতা সাহেব আলী, লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দীপঙ্কর রায়, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় প্রমুখ। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ফুলগাছ কমিউনিটি ক্লিনিকের পরিচালনা পর্যদের সদস্যবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।