লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট জেলার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর নিকট প্রধান উপদেষ্টা বরাবরে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট জেলার সেক্রেটারি এ্যাড. মোঃ ফিরোজ হায়দার লাভলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজিব আহসানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট জেলার আমীর এ্যাড. আবু তাহের-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট জেলার সেক্রেটারি ও লালমনিরহাট (আদিতমারী-কালীগঞ্জ) ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. মোঃ ফিরোজ হায়দার লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সাবেক আমীর এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. আব্দুল বাতেন, সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম প্রমূখ। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তাগণ বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবী মেনে নিয়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে আয়োজন করার জোড় দাবী জানিয়েছে।
উল্লেখ্য যে, ৫ দফা দাবিগুলো হলো: ১। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন। ২। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪। বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা। ৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এর আগে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল লালমনিরহাটের মিশন মোড় এলাকা থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে এসে স্মারকলিপি দিয়ে শেষ হয়।