লালমনিরহাটে পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা কঠোরতা শিথিল করে ব্যবহারিক ও দক্ষতা ভিত্তিক পরীক্ষা পদ্ধতি প্রনয়ন এবং সম্প্রতি জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষার নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগ সম্পূর্ণ করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাগ্রত হরিজন মানব কল্যাণ সংগঠন লালমনিরহাট জেলা শাখা, হরিজন অধিকার আদায় সংগঠন লালমনিরহাট জেলা শাখা ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় জাগ্রত হরিজন মানব কল্যাণ সংগঠন লালমনিরহাট জেলা শাখা, হরিজন অধিকার আদায় সংগঠন লালমনিরহাট জেলা শাখা ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দসহ হরিজন জনগোষ্ঠীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।