লালমনিরহাটের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান লালমনিরহাট জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
রোববার (৭ ডিসেম্বর) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় লালমনিরহাট জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাটের নবাগত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন, দৈনিক দাবানল প্রতিনিধি রুহুল আমিন বাবু, একাত্তর টিভি প্রতিনিধি মিলন পাটোয়ারী, দৈনিক সংগ্রাম প্রতিনিধি লাভলু শেখ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, দৈনিক ডেসটিনি প্রতিনিধি একেএম মাজহারুল ইসলাম বিপু, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না, সাপ্তাহিক লালমনির কণ্ঠ নির্বাহী সম্পাদক মফিজুর রহমান বাবু, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি রেজাউল করিম মানিক, দেশ টিভি প্রতিনিধি জামাল বাদশা, মাইটিভি প্রতিনিধি মাহফুজ সাজু, দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য, দৈনিক কালবেলা প্রতিনিধি এসকে সাহেদ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সাদেকুল ইসলাম প্রমুখ। এ সময় দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন এবং লালমনিরহাট জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মোঃ জবন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক, লালমনিরহাট ডিএসবি ডিআইও-১ এস. এম. মঞ্জুরে মওলা, লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ সাদ আহম্মেদসহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসারগণ উপস্থিত ছিলেন।
এর আগে লালমনিরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানকে ফুল দিয়ে বরণ করেন লালমনিরহাট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।