শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে বাইপাস সড়কে ঝুঁকি নিয়ে যান চলাচল

লালমনিরহাটে বাইপাস সড়কে ঝুঁকি নিয়ে যান চলাচল

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

লালমনিরহাটের মহেন্দ্রনগর-মোস্তফী বাইপাস সড়কে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তায় উপর ব্রীজ নির্মাণের নামে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ থেকে দ্রুত পরিত্রাণ চায় লালমনিরহাটবাসী।

জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর খাঁন মার্কেট সংলগ্ন ১টি ব্রীজ ও তিস্তা হিমাগার সংলগ্ন ১টি ব্রীজ এবং তালুক মৃত্তিঙ্গা বিএম কলেজ সংলগ্ন ১টি ব্রীজ নির্মাণ কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত বাইপাস সড়ক এখন মরণ ফাঁদের সৃষ্টি করছে। গতকাল বৃষ্টির কারণে নির্র্মিত বাইপাস সড়কের কাঁদামাটিগুলো পিচ্ছিল ও গভীর ঢোবায় পরিণত হওয়ায় চলাচলকারী যাত্রী সাধারণ নানা ভোগান্তিতে পড়েছেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলাতির কারণে এ অবস্থা।

চলাচলকারীরা বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো যদি কিছু ইটের রাবিশ বিছিয়ে দিয়ে বাইপাস রাস্তা তৈরি করতো তাহলে এই মরণ ফাঁদ হতো না? আরও বলেন, সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের আশু হস্তক্ষেপ কামনা করছি। যাতে দ্রুত ভোগান্তি দূর হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone