সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় পার্টির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত গণহত্যা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইফতার সামগ্রী বিতরণ শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টে সাপটানা একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত তুষারপাত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

পুলিশের মোটর সাইকেলে ফেনসিডিল পাচার!

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২১৬ বার পড়া হয়েছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-মোগলহাট আঞ্চলিক সড়ক থেকে ফেনসিডিলসহ ইয়াসিন আলী (৩৫) নামক এক মাদক চোরাকারবারীকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)র সদস্যরা। ইয়াসিন আলী লালমনিরহাট জেলা শহরের পুরান বাজার (কালীবাড়ী) এলাকার বেলাল হোসেনের পুত্র।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইয়াসিন আলী ফেনসিডিল বহনে এক পুলিশ কর্মকর্তার মোটর সাইকেল ব্যবহার করছিলেন।

 

এ প্রসঙ্গে লালমনিরহাট ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেন সাংবাদিকদের বলেন, ফেনসিডিল পাচারে ব্যবহৃত লাল রঙ্গের পালসার মোটরসাইকেলটির (দিনাজপুর-এ-৯১১৪) মালিক পুলিশ লাইন্সে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ইনস্পেকটর মশিউর রহমান।

 

মশিউর রহমান এর আগে আদিতমারী থানায় দায়িত্ব পালন করার সময় মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এক মাস আগে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, মোটর সাইকেলে ২জন ছিলেন। ডিবি মোটর সাইকেলটির গতিরোধ করলে একজন সরে আড়ালে চলে যান।

 

সে সময় নেতৃত্বে ছিলেন উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান। তিনি সাংবাদিকদের বলেন, মোটর সাইকেলে একজনই ছিলেন, তাকে আটক করা হয়েছে। ইয়াসিন মোগলহাট সীমান্ত থেকে শহরের দিকে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন মোটর সাইকেলের মালিকের নাম জানিয়েছেন। পুলিশ তদন্ত করেছে।

 

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা সাংবাদিকদের বলেন, বিষয়টি গুরুত্বসহকারে পুলিশ তদন্ত করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102