লালমনিরহাটে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লালমনিরহাট সার্ভিসিং সেল আইপিএল-বকুল সম্মানিত গ্রাহক মরহুম কাজী শহিদুল ইসলামের-১১,৪৯,৫১৭ টাকা’র মৃত্যুদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাটের পিটিআই মিলনায়তনে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লালমনিরহাট সার্ভিসিং সেল আইপিএল-বকুল এর আয়োজনে এ মৃত্যুদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির রংপুর ডিভিশনের জি এম ও ইনচার্জ আলহাজ্ব হাফেজ মোঃ ফরিদুল ইসলাম-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সার্ভিসিং সেলের ডিজিএম মোঃ হাসান আলী খোকন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আকবর, শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা কাজী আব্দুস সালাম, লালমনিরহাট কাজী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা কাজী ফয়সাল আহমেদ, লালমনিরহাট পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোছাৎ শামছিয়া আখতার বেগম। এ সময় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।