শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :

লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন

লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর অ্যাড. আবু তাহের-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা সেক্রেটারি ও আদিতমারী-কালীগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মোঃ ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. আব্দুল বাতেন, সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এবং লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ দাবি জানিয়ে আসছে। এসব দাবি বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে, যা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আসীন করবে। এজন্য পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে দ্রুত ৫ দফা দাবি বাস্তবায়ন প্রয়োজন।

 

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. ফিরোজ হায়দার লাভলু বলেন, একটি গোষ্ঠী জুলাই সনদ বাস্তবায়ণ হতে দিচ্ছে না। যদি জুলাই সনদ বাস্তবায়ণ না হয় তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। পিআর পৃথিবীতে একটি অতি জনপ্রিয় দাবী। আর এ পদ্ধতিতে সংখ্যানুপাতিক হারে আসন বন্টন করতে হবে।

 

জেলা জামায়াতের আমির অ্যাভ. আবু তাহের বলেন, ‎জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ দাবি জানিয়ে আসছে। ৫ আগষ্টের পর জুলাই আন্দোলনের ফলে জালেমদের বিদায় হয়েছে। তবে বাংলার মানুষ এখন পিআর, গণভোট, ফ্যাসিষ্টদের বিচারের দাবীতে হাজার হাজার সমর্থন জানিয়ে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে গঠিত হবে তার দাবীতে আমরা রাজপথে নেমেছি।

 

উল্লেখ্য যে, ৫ দফা দাবিগুলো হলো: জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone