আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রামে ৫হাজার মিটার অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পাটগ্রাম উপজেলার জগড়দল ইউনিয়নের শিংগিমারী নদীতে জেলেরা এসব অবৈধ জাল দিয়ে মাছ ধরছিলেন।
বুধবার ১৭ জুন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি নিজেই ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, অভিযানে অবৈধ জালের পাশাপাশি পশু খাদ্য এবং ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়। সে সময় জব্দকৃত জাল ও নিম্নমানের পশু খাদ্য পুড়িয়ে ফেলা হয়।