শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
প্রধান শিক্ষক (অবঃ) আলহাজ্ব মোঃ রমজান আলী আর নেই

প্রধান শিক্ষক (অবঃ) আলহাজ্ব মোঃ রমজান আলী আর নেই

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: গতকাল রবিবার ১৪ জুন দুপুর ১২টা ৪৭মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি গ্রামের বাড়িতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক (অবঃ) আলহাজ্ব মোঃ রমজান আলী (৭৮) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র, ৫কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন সোমবার ১৫ জুন সকাল ৯টায় শিবেরকুটি ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কুলাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী সরকার, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, মরহুমের ভাতিজা মাহাতাব আলী, মরহুমের দ্বিতীয় পুত্র এমদাদুল হক, প্রথম পুত্র মোশাররফ হোসেন মুকুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক (অবঃ) লিয়াকত আলী ভূঁঞা, শিবেরকুটি মসজিদের পেশ ঈমাম এরশাদ আলী প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের নামাজে জানাযা পড়ান লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলভী আনোয়ার হোসেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone