শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একই জমিতে সুপারি ও লেবু চাষ জনপ্রিয় হচ্ছে

একই জমিতে সুপারি ও লেবু চাষ জনপ্রিয় হচ্ছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে এবারও সুপারির বাম্পার ফলন হয়েছে। আবার বিগত বছরের তুলনায় দামও ভালো পাচ্ছেন সুপারি চাষিরা।

 

জানা যায়, ফলন বেশি হওয়ায় মৌসুমের শুরুতেই হাট-বাজার সয়লাব হয়ে গেছে সুপারি আর সুপারিতে। হাট-বাজারে ক্রেতাও ভালোই। তাই দামও অন্যান্য বছরের তুলনায় বেশি পাওয়া যাচ্ছে।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোশালা বাজার, বিডিআরহাট, নয়ারহাট, বড়বাড়িহাট, দুড়াকুটিহাট, মোস্তফিরহাটে প্রতিদিন লালমনিরহাট জেলা ও জেলার বাইরে থেকে শত শত পাইকার আসছেন। এছাড়াও উক্ত হাট বারে বেশ কিছু রাস্তার ধারের জায়গায়ও জমে উঠেছে সুপারির ক্রয়-বিক্রয়।

 

সুপারি চাষিরা জানান, ফলন বেশি হওয়ার পাশাপাশি দামও ভালো পাওয়ায় তারা খুবই খুশি। লালমনিরহাট জেলার চাহিদা মিটিয়ে তাদের উৎপাদিত সুপারি পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে।

 

আরও জানান, একবার সুপারি গাছ রোপণ করলে তেমন কোনও পরিচর্যা ছাড়াই তা বেড়ে উঠে এবং ৩০ থেকে ৪০বছর পর্যন্ত ফলন দেয়। এতে আয় হয় অন্যান্য ফসলের চেয়ে তিন থেকে চার গুণ বেশি। তাই এ লালমনিরহাট জেলার মানুষরা সুপারি চাষের দিকে আগ্রহী হয়ে উঠছেন। সেই সাথে একই জমি সুপারি বাগানে সহজেই লেবু, হলুদ, আদাসহ বিভিন্ন ফসল চাষ করা যায়। এদিক থেকেও সুপারি বাগান লাভজনক ও জনপ্রিয় হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone