বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সেই জাহানারা’র পরিবার মুজিববর্ষের ঘর চেয়ে আবেদন! পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পূবালী ব্যাংক লিমিটেডের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত লালমনিরহাট পৌর এলাকাধীন মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ : একই পরিবারের ৪জন আহত

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ২২০ বার পড়া হয়েছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৪জন আহত হয়েছেন।

 

রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিচার চেয়ে ফিরোজ আহমেদ নামে এক কৃষক বাদি হয়ে  আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আহতরা হলেন, আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের আব্দুল জলিল (৬০) ও তার স্ত্রী ফেরদৌসী বেগম (৫২), পুত্র ফেরদৌস আহমেদ (২৯), কন্যা জেসমিন নাহার (৩২)।

 

জানা গেছে, আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের কৃষক আব্দুল জলিলের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে প্রতিবেশী মৃত ছলিমুদ্দিনের পুত্র হাবিবুর রহমানের। ইতিপূর্বে উক্ত জমি হাবিবুরগংরা জবর দখলের চেষ্টা করলে উভয়ের মাঝে  সংঘর্ষের সৃষ্ঠি হয়। যা নিয়ে কৃষক আব্দুল জলিল বাদি হয়ে লালমনিরহাট আদালতে একটি মামলা (নং ১৫; তারিখ ২৩/০৭/১৯) দায়ের করেন। যা আদালতে বিচারাধিন রয়েছে। সেই জমি রোববার (২৪ জানুয়ারি) দুপুরে দলবল নিয়ে পুনরায় জবর দখলে চেষ্টা করেন হাবিবুর রহমানগংরা। এতে বাঁধা দেয়ায় হাবিবুর রহমান ও তার ভারাটে সন্ত্রাসীরা লাঠি সোটা দিয়ে প্রথমে কৃষক জলিলকে এলোপাতারী মারপিট করে। খবর পেয়ে তাকে বাঁচাতে জলিলের স্ত্রী ফেরদৌসী, পুত্র ফিরোজ আহমেদ ও কন্যা জেসমিন নাহার ঘটনাস্থলে গেলে তাদেরকে দেশি অস্ত্রে এলোপাতারী ভাবে মারপিট করে হাবিবুর রহমানগংরা।

 

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে জমি জবর দখলকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বিচার চেয়ে কৃষক ফিরোজ আহমেদ বাদি হয়ে হাবিবুর রহমানসহ ৬জনের বিরুদ্ধে রোববার সন্ধ্যায় আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

আদিতমারী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102