শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
লালমনিরহাটে মুজিববর্ষে ৯শত ৭৮টি পরিবার পাচ্ছে জমিসহ বাড়ি

লালমনিরহাটে মুজিববর্ষে ৯শত ৭৮টি পরিবার পাচ্ছে জমিসহ বাড়ি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ (মুজিববর্ষে) আশ্রয়ণের অধিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন ৯শত ৭৮টি পরিবার জমিসহ নান্দনিক বাড়ি পাচ্ছেন। যাদের জমি ও বাড়ি কোনো কিছুই নেই তাদেরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে ২শতক খাস জমির বন্দোবস্তসহ ২টি কক্ষ বিশিষ্ট সেমিপাকা ১টি আশ্রয়স্থল বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। যা বাস্তবায়ন করছেন সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।

 

জানা যায়, ৯শত ৭৮টি পরিবারের মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ১শত ৫০টি, আদিতমারী উপজেলায় ১শত ৩০টি, কালীগঞ্জ উপজেলায় ১শত ৫০টি, হাতীবান্ধা উপজেলায় ৪শত ২৫টি, পাটগ্রাম উপজেলায় ১শত ২৩টিসহ মোট ৯শত ৭৮টি গৃহনির্মাণ হচ্ছে।

 

আরও জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের লালমনিরহাট সদর উপজেলার সভাপতি উত্তম কুমার রায়, আদিতমারী উপজেলার সভাপতি মুহাম্মদ মনসুর উদ্দিন দোলন, কালীগঞ্জ উপজেলার সভাপতি রবিউল হাসান, হাতীবান্ধা উপজেলার সভাপতি সামিউল আমিন, পাটগ্রাম উপজেলার সভাপতি বেগম কামরুন নাহার-এঁর তত্বাবধানে দ্রুত বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে।

 

তবে এ আশ্রয়ণ প্রকল্পগুলো নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone