বুধবার, ০৭ জুন ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ এনামুল হক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আ’লীগ নেতা শফিকুল বিদ্যালয়ের সভাপতি পর কেলেঙ্কারি বাড়ছে! শাওন রাতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৩ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে মারধরের অভিযোগ; তদন্ত কমিটি গঠন! বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহম্মদের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত কিন্ডার হিল্পস্ ওর্য়্যাক সংস্থার স্পন্সরপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে সন্ত্রাসী হামলার সঠিক বিচারের দাবিতে ৪ গ্রামের মানুষের বিক্ষোভ

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ১৬৪ বার পড়া হয়েছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে ২ সন্তানের জননী মোছাঃ বানু বেগম প্রতিবেশী দেবর রফিকুল ইসলামের সাথে বিয়েতে রাজি না হওয়াকে কেন্দ্র করে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের তালুক চোংগাদ্বারা গ্রামের রফিকুল ইসলামের সাথে বানু বেগমের স্বামী অাজিজুল ইসলামসহ এলাকাবাসী মহুবার রহমান এর সাথে বাক-বিতন্ডার সৃষ্টি হয় এরই জের ধরে গত ১ নভেম্বর রোববার রাত ১টার দিকে রফিকুল ইসলাম শতাধিক সন্ত্রাসীর দল লাঠি, বল্লম, রাম দা নিয়ে বানু বেগমের স্বামীসহ এলাকাবাসীর উপর হামলা চালাতে গেলে একজন গ্রামবাসী মসজিদের মাইকে প্রচার করে দেন গ্রামে ডাকাত ঢুকেছে। এলাকাবাসী মাইকে এমন প্রচার শুনে পুরুষ-মহিলা জড়ো হতে লাগলে উক্ত সন্ত্রাসীর দল পালিয়ে যায়।

 

পালিয়ে যাওয়া সন্ত্রাসীর মূলহোতা একই ইউনিয়নের অাইয়ুব অালীর ছেলে ওবায়দুল ও  খামারপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম তাদের ভাড়াটে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে তালুক চোংগাদারা, খামার গবিন্দ্ররাম, কামালপাড়া, ও ছেকনা পাড়া এই ৪ গ্রামের প্রায় ৫টি পরিবারকে মেরে ফেলার হুমকী অব্যাহত রেখেছে।

 

বৃহস্পতিবার সরেজমিনে ওই এলাকায় গেলে এলাকাবাসী ছেকনাপাড়া গ্রামের অাজহার অালীর ছেলে নুরুল হক, চোংগাদ্বারা গ্রামের হামেজ উদ্দিনের ছেলে মহুবার রহমান, মৃত্যু হামেজের ছেলে মজর অালী,  হাফেজ উদ্দিনের ছেলে  রাশেদুল, খামারপাড়া গ্রামের করিম উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন, ছাবেদ অালীর ছেলে শফিকুল, ছেকনাপাড়া গ্রামের শাহানত উল্লাহর ছেলে অাব্দুর রাজ্জাকসহ ৩শতাধিক গ্রামবাসী  সঠিক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

 

এ সময় সাংবাদিকদের জানান, গত ৩১ অক্টোবর থেকে এ যাবত ৪ গ্রামের জনগণ হাট-বাজারে বন্দর শহরে যেতে পারছে না।  এঘটনায় মোছাঃ বানু বেগম ও মহুবার রহমান পৃথক ২টি মামলা মামলা দায়ের করলেও লালমনিরহাট সদর থানা পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার না করায় ওবায়দুল ও রফিকুল বেপরোয়া হয়ে রামদা নিয়ে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে।

 

এলাকাবাসীরা জানান, পুলিশ কঠোর ব্যবস্থা না নিলে বড় ধরনের সংঘর্ষের অাশংকা রয়েছে। অসহায় মোছাঃ বানু বেগমকে লম্পট রফিকুল ইসলাম ভয়-ভিতি দেখিয়ে প্রায় ২ মাস থেকে অবৈধ ভাবে মেলা মেশা করে অাসছিল। এক পর্যায়ে এলাকাবাসীর সহযোগীতায় রফিকুলের অবৈধ কাজের প্রতিবাদ করলে লম্পট রফিকুল ইসলাম সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হন। তাদের ভয়ে এলাকাবাসী বাড়ি।

 

এ বিষয়ে হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  রফিকুল ইসলাম জানান,  উভয় পক্ষের সাথে কথা বলে মিমাংসা করে দেয়ার চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102