বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুষারপাত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সেই জাহানারা’র পরিবার মুজিববর্ষের ঘর চেয়ে আবেদন! পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পূবালী ব্যাংক লিমিটেডের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত লালমনিরহাট পৌর এলাকাধীন মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেলেন যাঁরা

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৮৭ বার পড়া হয়েছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: মুজিববর্ষ উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে তিনটি গ্রুপে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু জাফর।

 

অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) টিএমএ মোমিন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত নেজারত ডেপুটি কালেক্টর টিএম রাহসিন কবিরসহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু জাফর বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। এক বিশেষ মুহুর্তে মানুষ দিন পার করছে। বাংলাদেশেও সেই ভয়াবহ করোনার সংক্রমণ ছড়ায়। এ কারণে কেন্দ্রীয়ভাবেই জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের পরিসর ছোট করা হয়েছে। এরপরও আমরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কে জানাতে প্রথমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এতে শিক্ষার্থীদের ব্যাপক সারা পাওয়া গিয়েছিল। এবার বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগতায় অনেক শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে থেকে ক গ্রুপে ৩জন, খ গ্রুপে ৩জন ও গ গ্রুপে ৩জন বিজয়ীর মাঝে বই, ক্রেষ্ট, সার্টিফিকেট, ছাতাসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হলো। এসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়াশোনায় যেমন উৎসাহ-উদ্দীপনা হবে, তেমনি বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানার আগ্রহও বাড়বে বলে আমার বিশ্বাস।

 

জানতে চাইলে চাপারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মিজানুর রহমান মিলন বলেন, অনলাইনে আমার একমাত্র মেয়ে জান্নাতুল মিজান প্রাপ্তি ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সে চাপারহাট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। জেলা প্রশাসনের আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ক গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে। পুরস্কার বা মেধাক্রম যেটাই হোক না কেন, একজন মহান নেতা ও বাংলাদেশ সম্পর্কে রচনা প্রতিযোগিতায় অংশ পাওয়ার সুযোগটাই আমাদের অনেক আনন্দিত করেছে। ভবিষ্যত প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস ছড়িয়ে দিতে এমন আয়োজন সর্বত্র করা প্রয়োজন।

 

লালমনিরহাট সরকারি কলেজের একাদশ বর্ষের শিক্ষার্থী টিএম ইয়ানথি ইভান মৌমিতা বলেন, ‘একটি অসাধাণ বিষয়ে রচনা প্রতিযোগিতা হয়েছে। যে নেতার জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক কোনো দেশ পেতাম কি না জানি না। আজ আমি সেই নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় গ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে পুরষ্কার নিতে পেরে কী যে আনন্দ লাগছে। তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি আমার জীবনের সাথে মিশে থাকল।’

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102